অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৮:৪৯ এএম
পরশপাথরের ছোঁয়ায় নাকি লোহাও সোনা হয়। বাংলাদেশের ক্রিকেটে সেই পরশপাথর কে– সাকিব, না চন্ডিকা? সাকিবের ভালো খেলা মানে যে কোনো সংস্করণে দলের জয়ের সম্ভাবনা বেড়ে যাওয়া। তিনি নেতৃত্বে থাকলে চাঙ্গা থাকে দল। তিনি এবং তাঁর দলকে নিখুঁত পরিকল্পনা দেওয়ার জন্যও তো একজনকে লাগে। সেই পেছনের মানুষটি যে চন্ডিকা– তাতে কোনো সন্দেহ নেই। এই কোচের হাত ধরে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোনালি সময় পার করেছে বাংলাদেশ। তাঁর আগমনে জাতীয় দলে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, তাতে কোনো সন্দেহ নেই। ওয়ানডে দলের চেয়েও টি২০ দলে কোচের উপস্থিতির প্রভাবটা বেশি। এর কারণ হতে পারে টি২০ দলটা নির্বাচন করা হয়েছে সাকিব ও কোচের উপস্থিতিতে।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপ সামনে রেখে বর্তমান দলটাকে ঢেলে সাজাতে চেষ্টা। কোচ ও অধিনায়কের চাওয়ার প্রতি সম্মান দেখিয়েছেন নির্বাচকরাও। এই পরিবর্তন প্রভাবিত করেছে মাঠের পারফরম্যান্সকেও। ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে তিন ম্যাচ টি২০ সিরিজ। সেদিক থেকে তো বলাই যায়, বাংলাদেশের ক্রিকেটের ‘পরশপাথর’ চন্ডিকা। যাঁর দেওয়া পরিকল্পনা কাজে লাগিয়ে চট্টগ্রামে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা মিরপুরেও ধরে রাখতে চায় বাংলাদেশ। গতকাল দলের প্রতিনিধি হয়ে পেসার হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন। আজ সিরিজ জিতে ইতিহাস গড়তে চান তাঁরা। কেননা ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটেই এর আগে কোনো সিরিজ জয়ের সৌভাগ্য হয়নি বাংলাদেশের।
সাকিব ছাড়া পঞ্চপাণ্ডবের চারজনই আন্তর্জাতিক টি২০ খেলেন না। মাশরাফি বিন মুর্তজা হাথুরুসিংহের সময়ই অবসর নিয়েছিলেন। তামিম ইকবালও স্বেচ্ছায় ২০ ওভারের ক্রিকেট ছেড়েছেন। এশিয়া কাপ থেকে ফিরে আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ বাদ পড়েন বিশ্বকাপের দল থেকে। মিডলঅর্ডার এই ব্যাটারের আর ফেরার সুযোগ নেই বলা যায়। তাই টি২০ দলটাকে ঢেলে সাজাতেই হতো। তারুণ্যের ক্রিকেটে তরুণদেরই সুযোগ করে দিয়েছেন কোচ।
হাসান মাহমুদের মতে বাংলাদেশের সেরা দল এটি, ‘এ মুহূর্তে আমাদের টি২০ দলে অন্যতম সেরা খেলোয়াড়দের আমি দেখছি। খুবই উজ্জীবিত সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি২০ হোক বা ওয়ানডে, যে কোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব সবার থেকে।’
টেস্ট, ওয়ানডে বা টি২০– যে কোনো সংস্করণেই বাংলাদেশের দুর্বলতা ব্যাটিং। ২০ ওভারের ক্রিকেটে ব্যাটারদের দুর্বলতা একটু বেশিই। যে কারণে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ তৈরি করেও বেশ কয়েকটি ম্যাচ জিততে পারেনি। বর্তমান দলের ব্যাটারদের হাত খুলে খেলার ফ্রি লাইসেন্স দিয়েছেন কোচ চন্ডিকা। রনি তালুকদার, তৌহিদ হৃদয়রাও কোচের প্ল্যান অনুসরণ করে গেছেন, যার ফল হাতেনাতে পেয়েছে দল। ১২ বল হাতে রেখে জিতেছে ম্যাচ।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও বিপিএলের ছন্দে খেলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাজিমাত করতে চান হাসান মাহমুদরা, ‘আমি মনে করি, মিরপুরে যেহেতু খেলা, ভালো উইকেটই হবে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদের চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে এখানেও ওদের হারানোর। প্রথম ম্যাচে যেহেতু হারিয়েছি, ছন্দটা আমাদের দিকে। চেষ্টা থাকবে সেটা ধরে রাখার।’ স্বাগতিক ক্রিকেটারদের ফুসফুস আত্মবিশ্বাসের বাতাসে পূর্ণ থাকলেও ইংল্যান্ড সহজে ছেড়ে দেওয়ার মতো দল নয়। সিরিজ বাঁচাতে আজ মরিয়া হয়ে খেলবেন তাঁরা। সিরিজ জিততে হলে সাকিবদের তাই খেলতে হবে নির্ভুল ক্রিকেট। কারণ, এই ম্যাচটি জিতলে ইতিহাস হবে দেশের ক্রিকেটে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাবে প্রথম সিরিজেই।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.