অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০২:৫৬ পিএম
বিপিএল নিয়ে কিছুদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বলেছিলেন, বিপিএলের সিইও হলে পুরো টুর্নামেন্টকে গোছাতে সময় লাগবে ১ থেকে ২ মাস। সাকিবের এমন বক্তব্যের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইওর দায়িত্ব দেওয়া হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে শেখ সোহেল বলেছিলেন, 'প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।'
সিইও হিসেবে দায়িত্ব পেলে দ্রুতই বিপিএলের চিত্রপট বদলে দেয়ার কথা জানালেও সেই দায়িত্ব নিতে খুব বেশি আগ্রহী নন সাকিব। এক প্রোগ্রামে অভিজ্ঞ অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেয়া হলে নেবেন কিনা। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'হলে তো সভাপতি হওয়াই ভালো।'
এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের এমন মন্তব্য কীভাবে নেন, সেটাই দেখার বিষয়!
সমালোচনাকে কেন্দ্র করে ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব। ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করলেও সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরেছে তার দল। গত আসরে দলটির নেতৃত্ব থাকলেও প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যায়নি সাকিবকে।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.