মালয়েশিয়াকে হারিয়ে শ্রীলংকার শুভ সূচনা

দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে স্বাগতিক বাংলাদেশের জয়ের দিনে শুভ সূচনা করেছে এশিয়ান কাবাডির অন্যতম শক্তিশালী দল শ্রীলংকাও। মাঝেসাঝে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি মালয়েশিয়া।

শনিবার রাতে শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকা তিনটি লোনাসহ ৫৩-২৬ পয়েন্টে হারিয়েছে মালয়েশিয়াকে।প্রথমার্ধে ২টি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়েছিল শ্রীলংকা। শ্রীলংকার আসলাম সাজা ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল উন ইয়ং হ্যাক ও স্টার স্পোর্টসের চিফ অপরারেটিং অফিসার (সিইও) অনুপম গোস্বামী।

মাঝে মাঝেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন মালয়েশিয়ার খেলোয়াড়রা। এক সময় শ্রীলংকার পাঁচজন খেলোয়াড়কে বধ করে নিজেদের পাঁচজনকে কোর্টে ফিরিয়ে আনেন মালয়েশিয়ার খেলোয়াড়রা। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পর কাবাডিতে নতুন শক্তিধর হিসেবে আবির্ভূত হচ্ছে শ্রীলংকা।

মন্তব্য করুন

Logo

© 2023 Dinkal24 All Rights Reserved.