নেতায় নেতায় স্টেজ ভাঙে, আমি বেচারা আহত হই: ওবায়দুল কাদের

কেরানীগঞ্জের ঘাটারচরে রোববার ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের মঞ্চে অনেক নেতার উপস্থিতি দেখে তিনি বলেন, ‘নেতায় নেতায় স্টেজ ভাঙে, আমি বেচারা আহত হই। মঞ্চে কত নেতা! বুড়া নেতা, আধুলি নেতা, সিকি নেতা, পাতিনেতা। মঞ্চে এত নেতার তো কোনো দরকার নেই।’

বিএনপির ‘সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির’ বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাফালাফি শুরু করেছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরদার। 

নির্বাচনে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে সেতুমন্ত্রী বলেন, ‘যে হাতে আগুন নিয়ে আসবেন, সেই হাত আমরা পুড়িয়ে দেব। যে হাতে ভোটকেন্দ্র পোড়াতে আসবেন, ভাঙচুর করতে আসবেন, সেই হাত ভেঙে ফেলব।’

বক্তৃতা মঞ্চে উঠে শুরুতেই স্লোগান থামাতে বলার পরও কর্মীরা নিজেদের সমর্থিত নেতার নাম বলে স্লোগান দিতে থাকলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি সবার অবস্থা জানি। কার কী অবস্থান, জনপ্রিয়তা, প্রধানমন্ত্রীর কাছে ‘‘এসিআর’’ জমা আছে। কাজেই ব্যানার, পোস্টার, বিলবোর্ড দেখিয়ে জনপ্রিয়তা প্রমাণ করা যায় না।’

পোস্টার-ব্যানার নামাতে বলে জনপ্রিয় একটি বাংলা গানের কথার সঙ্গে মিলিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই পোস্টার, ফেস্টুনের ছবি ছিঁড়ে যাবে, ব্যানারের ছবি মুছে যাবে, পাথরে লিখবে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ ঢাকার বিভিন্ন উপজেলা ও থানার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Logo

© 2023 Dinkal24 All Rights Reserved.