অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০২:০৪ পিএম
রাজধানীর পল্টনের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ। শুক্রবার বেলা ১২টার দিকে ডিবি অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সমাবেশ নিয়ে দুই দিন আগে (গত ৭ ডিসেম্বর) একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ৫০ জনের বেশি পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ১০ ডিসেম্বরের সমাবেশ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে এখনও আটক দেখানো হয়নি বলে জানান হারুন অর রশিদ।
কোনো মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাস আমাদের কম্পাউন্ডে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.