অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ পিএম
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মোস্তফা মননের উপন্যাস ‘কফিগার্ল’। বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
রোমান্টিক ও ম্যাজিক রিয়েলিজম ধারার বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বইমেলার ১১ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া পাওয়া যাচ্ছে অনলাইন বুকশপগুলোতে।
মোস্তফা মননে বলেন, ‘মানুষ যখন ভালোবাসে, সে শুধু বর্তমানকেই ভালোবাসে; অতীত-ভবিষ্যৎ ভেবে ভালোবাসে না। ভালোবাসার পর ভবিষ্যৎ আসে, আসে অতীতও। তখন মানুষ অতীতকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎকেও ভালোবাসে। ভালোবাসা চলমান এবং শাশ্বত।’
তিনি বলেন, ‘ভালোবাসা মূলত অন্তর্গত, দৃশ্যত কখনো থাকে, কখনো থাকে না। তারপরও কী এক অসীম আর অদৃশ্য শক্তির কারণে ভালোবাসা বয়ে বেড়ায় অন্তরে অন্তরে। অন্তরের সেই শক্তিকে দেখার চেষ্টা করা। বইটি পড়লে তারই স্বরূপ উন্মোচিত হবে।’
‘আগুনকাল’ ও ‘অক্ষর’ মোস্তফা মননের পূর্ববর্তী দুই উপন্যাস।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.