অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ এএম
ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি প্রযোজনাও করেছেন তিনি। অভিনয় করেছে হলিউডের সিনেমাতেও। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রঙের পোশাক পরে ওই অনুষ্ঠানে তিনি নজর কেড়ে নেন গোটা বিশ্বের। সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি।
এবার এই অভিনেত্রীর মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। আগামী ১৮ ডিসেম্বন দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে চলেছেন তিনি। শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে এই কাজ করতে চলেছেন দীপিকা।
তবে ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা অবশ্য জানা যায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগিরই কাতার রওনা হবেন দীপিকা পাড়ুকোন। এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ।
সম্প্রতি রণবীরের 'সার্কাস' ছবির ট্রেলারে এক ঝলক দেখা গেছে দীপিকাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আগামী ছবি ‘পাঠান।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.