অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ১০:২৭ এএম
আজ ২২বছরে পা দিলেন টালিউড নায়িকা ঋত্বিকা সেন। এখন অবশ্য তাকে শুধু টলিউড নায়িকা বলা যায় না। কারণ, তিনি এখন চুটিয়ে তামিল ও তেলেগু ছবিতে কাজ করছেন।
জন্মদিনে নিজের অনেক অজানা বিষয় জানালেন প্রসেনজিৎ, দেব ও জিতদের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা ঋত্বিকা সেন। তাকে এখন আর কলকাতার ছবিতে খুব একটা দেখা যায় না। বলা হচ্ছে, হারিয়ে গেয়েছেন তিনি। তবে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋত্বিকা বলেন, 'আমি এখন চুটিয়ে তামিল, তেলুগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন, হারিয়ে গিয়েছি, তারাই বলুন- আমি যে ধরনের ছবিতে কাজ করি তেমন ছবি আর হচ্ছে কোথায়?'
সিনেমায় কেবল শো পিস হয়ে থাকতে চান না ঋত্বিকা সেন, বড় চরিত্রে কাজ করতে চান। তবে অনেকেই তাকে প্রতিযোগী ভাবেন। তাদের প্রতি ইঙ্গিত করে ঋত্বিকা বলেন, 'আর আমি ছবির শো পিস হয়ে থাকতে চাই না। যেসব অভিনেত্রী আমাকে তাদের প্রতিযোগী মনে করেন, আমার থেকে প্রায় ১১ বছরের বড়, তারাও তো কম কাজ করছেন।'
তবে কলকাতার ছবিতে ভালো কাজের প্রস্তাব পেলে ঋত্বিকা অভিনয় করবেন বলে জানান।
ইতোমধ্যে বিজয় সেতুপাতির সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন ঋত্বিকা। ছবিটি শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.