অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৬ পিএম
শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয়। ২০১৬ সালের আজকের দিনে সাবেক এই তারকা দম্পতির ঘর আলোকিত করে এসেছিলো জয়। আজ ৬ বছরে পা দিলো ছোট্ট জয়।
ছেলের জীবনের বিশেষ এই দিনটিতে নিজের ফেসবুকে পেজে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব।
একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি।’
শাকিব খান আরও লেখেন, ‘তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।’
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।
বিষয় : শাকিব খান অপু বিশ্বাস জয়
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.