র‌্যাব মহাপরিচালককে গ্রেড-১ পদমর্যাদা দিলেন সরকার

র‌্যাব মহাপরিচালক আতিঃ আইজিপি এম খুরশীদ হোসেনকে সচিবের (গ্রেড-১) পদমর্যাদা দিয়েছে সরকার।

আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এম খুরশীদ হোসেনকে র‌্যাব প্রধানের দায়িত্ব দেয় সরকার। বিসিএস ১২তম ব্যাচের এই কর্মকর্তা  ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকেই তিনি মানবিক কর্মকান্ডসহ সন্ত্রাস ও  জঙ্গীবাদ দমনে নিরলসভাবে কাজ করে চলেছেন।  তার দূরদর্শিক দিকনির্দেশনায় নবগঠিত জঙ্গি সংগঠন জাময়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া দমনে নিয়মিত অপারেশন পরিচালনা করা হয় এবং বেশ সংখ্যক জঙ্গি সদস্যকে আটক করা হয় ও তার তত্বাবধানে র‌্যাবের অপারেশন সিস্টেম ম্যানেজমেন্ট আপগ্রেডেশন করা হয়। দায়িত্ব গ্রহনের পর তার নির্দেশনায় ‘নব দিগন্তের পথে’ শীর্ষক জঙ্গি আত্মসমর্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনসহ নানান মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়।

এর আগে তিনি সহকারী পুলিশ সুপার থাকাকালীন নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অতিঃ পুলিশ সুপার থাকাকালীন কুমিলা, পাবনা জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন এবং উক্ত অঞ্চলসমূহে জঙ্গিবাদ, সন্ত্রাস ও চরমপন্থীসহ অন্যান্য অপরাধ দমনে অগ্রণী ভুমিকা রেখেছেন। অতিঃ ডিআইজি পদে থাকাকালীন পুলিশ সদর দপ্তর ও রাজশাহী রেঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালীন চরমপন্থী দমন, জংঙ্গিবাদ মোকাবেলা ও অন্যান্য অপরাধ দমনেও কৃতিত্ব ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়িত ছিলেন। তিনি ১৭ মে ২০২১ তারিখে অতিঃ আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত হন। পদোন্নতি প্রাপ্ত হয়ে র‌্যাব ফোর্সেস এ যোগদানের পূর্ব পর্যন্ত অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে অতিঃ আইজিপি (ক্রাইম এন্ড অপারেশনস্) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে বুনিয়াদি প্রশিক্ষণ ও বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন তদন্ত, ক্রাইসিস ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, মালয়েশিয়া, কলম্বিয়া থেকে সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স, স্ট্যাডি ভিজিট অন প্রিজনার্স, সিকিউরিটি, পেট্রোলিং এন্ড মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নিয়োজিত থেকে বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, ইটালি, সিংঙ্গাপুর, সুইজারল্যান্ড, জাপান, ব্রাজিলসহ বিভিন্ন দেশে বিবিধ সরকারি কর্তব্যে গমন করেছেন।

অতিঃ আইজিপি জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, সাহসিকতা, দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন। চাকুরি ক্ষেত্রে পারদর্শিতা ও উৎকর্ষতার জন্য তিনি বিপিএম ও পিপিএম পদক প্রাপ্ত হন।


মন্তব্য করুন

Logo

© 2023 Dinkal24 All Rights Reserved.