প্রধানমন্ত্রীর জনসভা: মিছিল-স্লোগানে মুখর রাজশাহী নগরী

দীর্ঘ পাঁচ বছর পর আজ রোববার রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এই জনসভায় যোগ দিতে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হচ্ছেন। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী মহানগরী।

আজ সকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে প্রবেশের মূল  গেইটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে। সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।


মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু সাংবাদিকদের বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতাকর্মীরা মাঠে আসছেন। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দিচ্ছেন।


এর আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, '৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রীর হাত ধরে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ জন্য জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠের আশপাশে ২২০টি মাইক, ১২টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে।'


রাজশাহীতে আজ ১ হাজার ৩১৬ কোটি ৯৭ টাকার ২৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।






মন্তব্য করুন

Logo

© 2023 Dinkal24 All Rights Reserved.