অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:২২ পিএম
১৪ ডিসেম্বর ২০২১ তারিখ রাতে র্যাব—১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ০১নং বাবুরাইল এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন ১৪নং নয়ামাটি আলম মার্কেটের “বন্দর হোসিয়ারি” নামক দোকানের চুরির ঘটনায় জড়িত ০৪ জন আসামী ১। মোঃ উজ্জল (২০), পিতা— মোঃ শুক্কুর, গ্রাম— সেনের হাওলা, থানা— রাঙ্গাবালি, জেলা— পটুয়াখালী, ২। মোঃ মাসুদ (২০), পিতা— নায়েব আলী, গ্রাম— দর্গাবাড়ি, থানা— শিবালয়, জেলা— মানিকগঞ্জ, এ/পি— ১নং বাবুরাইল সামসু মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা— সদর, জেলা— নারায়ণগঞ্জ, ৩। মোঃ নাসির (২২), পিতা— মোঃ বাবুল, বাসা নং—৭৫, ১নং ফ্ল্যাট, হোসানী নগর, থানা— ফতুল্লা, জেলা— নারায়ণগঞ্জ এবং ৪। মোঃ শুভ (২৪), পিতা—মৃত হারুন অর রশিদ, গ্রাম— অম্বলপুর, থানা— চান্দিনা, জেলা— কুমিল্লা,কে গ্রেফতার করা হয় এবং এসময় তাদের হেফাজতে থাকা চুরিকৃত মোবাইলটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, গত ০৬ ডিসেম্বর ২০২১ ভোর রাত ৪টা থেকে ৫টার মধ্যে উল্লেখিত আসামীরা সংঘবদ্ধ হয়ে উক্ত দোকানের জানালা ভেঙ্গে সিন্দুক থেকে ৫,১০,০০০/— (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা ও ০১টি মোবাইল ফোন চুরি করে এবং উক্ত টাকা চার জন মিলে ভাগ করে নেয়। উল্লেখিত আসামীরা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মাকের্ট, শপিংমল, দোকান ও বাসা বাড়িতে চুরি করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিষয় : র্যাব
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2022 Dinkal24 All Rights Reserved.