অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:২৮ এএম
ভারতের জম্মু-কাশ্মীরে শনিবার জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মধ্যেই বিস্ফোরণ ঘটল। এতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে কেন্দ্রশাসিত কাশ্মীরে। খবর এনডিটিভির।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, শনিবার সকালে জম্মুর নারওয়াল এলাকায় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হন ৭ জন। পুলিশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। অন্যান্য পুলিশ কর্মীর সঙ্গে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে এখনও সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।
গত ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে 'ভারত জোড়ো যাত্রা' শুরু হয়েছে। বিভিন্ন রাজ্য ঘুরে বৃহস্পতিবার এই যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছায়। জম্মু থেকে ৬০ কিলোমিটার দূরে চাদওয়ালে রয়েছে জড়ো যাত্রা। এর মধ্যেই এ ধরনের বিস্ফোরণের ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2023 Dinkal24 All Rights Reserved.