Online Desk
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭ এএম
কথা তো ছিল কত কিছুই। পশ্চিমা বিশ্বের ক্ষমতাধরেরা কত প্রতিশ্রুতিই না দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতিতে ভরসা রেখে ন্যাটোতে যোগ দেওয়া ও আরও কত স্বপ্নই না দেখেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে জেলেনস্কির সব স্বপ্ন এখন ভেঙে গেছে ক্ষেপণাস্ত্র, বোমা আর গোলায়।
রাশিয়া যখন একের পর এক ক্ষেপণাস্ত্র, বিমান হামলা চালাচ্ছে, গোলা ছুড়ছে, শহর দখল করছে, তখন অনেক আকুতির পরও পশ্চিমা বন্ধুদের কাউকে পাশে পাচ্ছেন না জেলেনস্কি। হামলা শুরুর পর থেকে চার দিন ধরে একের পর এক ভিডিও বার্তায় জেলেনস্কির কথা শুনে মনে পড়ে যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা—‘কেউ কথা রাখেনি’।
মন্তব্য করুন
আরও পড়ুন
© 2022 Dinkal24 All Rights Reserved.